Shah Rukh Khan

শাহরুখকে খুনের হুমকি, ছত্তীসগঢ় থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ

গত ৭ নভেম্বর বান্দ্রা থানায় একটি উড়ো ফোনে ওই হুমকিবার্তা পাঠানো হয়। তাতেই বলা হয়, প্রাণে বাঁচতে হলে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলিউড ‘বাদশা’কে। ঘটনার পরেই দ্রুত তদন্তে নামে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১০:২১
বলিউড অভিনেতা শাহরুখ খান।

বলিউড অভিনেতা শাহরুখ খান। — ফাইল চিত্র।

দিন কয়েক আগেই বলিউড অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন। এ বার ছত্তীসগঢ় থেকে পুলিশের জালে ধরা পড়লেন যুবক। মঙ্গলবার ছত্তীসগঢ়ের রায়পুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ফয়জ়ান খান। শাহরুখকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন ওই ব্যক্তি। গত ৭ নভেম্বর বান্দ্রা থানায় একটি উড়ো ফোনে ওই হুমকিবার্তা পাঠানো হয়। তাতেই বলা হয়, প্রাণে বাঁচতে হলে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলিউড ‘বাদশা’কে। ঘটনার পরেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৪) এবং ৩৫১(৩) ধারায় অভিযোগ দায়ের করে তৎপরতার সঙ্গে তদন্তে নামে মুম্বই পুলিশের একটি দল। ফোনের টাওয়ারের সূত্র ধরে সেই দিনই ওই ব্যক্তিকে শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা। জানা যায়, ছত্তীসগঢ়ের রায়পুর থেকে ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে। খবর পাওয়া মাত্রই ছত্তীসগঢ়ে পৌঁছয় মুম্বই পুলিশের একটি দল। এ বার অভিযুক্ত সেই ফয়জ়ানকেই ধরল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন আইনজীবী। অবশ্য তাঁর দাবি, গত ২ নভেম্বর তাঁর ফোনটি চুরি হয়ে যায়। এর পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন ফয়জ়ান। মুম্বই পুলিশের তদন্তকারী দলকেও সে কথা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল ফয়জ়ানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। এর পরেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বয়ানে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও পুলিশকে সহায়তা করেননি ফয়জ়ান। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক খুনের হুমকি পেয়েছেন আর এক বলিউড অভিনেতা সলমন খানও। তাঁর কাছ থেকেও মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে। পাশাপাশি, মিঠুন চক্রবর্তীকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যার পর থেকেই সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং তা করছেন লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সদস্যেরাই। তার পরেই বৃদ্ধি করা হয়েছে সলমনের নিরাপত্তা। সলমনকে হুমকিবার্তা পাঠানো সেই ব্যক্তিদের ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। সেই আবহেই এ বার ধরা পড়লেন শাহরুখকে খুনের হুমকি দেওয়া যুবক।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখের। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এ বার সেই রীতির ব্যতিক্রম হয়েছে। ১২টা বাজলেও প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে শেষ বার খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। সেই সময় শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বই পুলিশ। ২৪ ঘণ্টা পাশে ছিলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরাও।

Advertisement
আরও পড়ুন