Newborn Baby

১০ হাজার টাকায় ১৫ দিনের শিশুপুত্রকে বিক্রি করলেন তারই বাবা!

সদ্যোজাতকে বিক্রি করার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির ঠাকুমা। অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫০
representative photo of newborn.

সন্তান বিক্রির ঘটনায় থানায় আত্মসমর্পণ করেছেন শিশুর বাবা, মা। প্রতীকী ছবি।

১৫ দিনের শিশুপুত্রকে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার জগৎসিংহপুর জেলার। ঠাকুমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

জগৎসিংহপুর জেলার পোকাপুর গ্রামের এক বাসিন্দা কাঙালি মল্লিককে সন্তান বিক্রি করেন এক যুবক। জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির ঠাকুমা। খবর দেওয়া হয় শিশু সুরক্ষা বাহিনীকেও। এর পরই তল্লাশি অভিযান শুরু হয়। পরে সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে কাঙালি নামের ওই মহিলাকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে শিশুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন ওই যুবক। বিক্রির জন্য ১০ হাজার টাকার চুক্তি হয়। জগৎসিংহপুরের শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান বিশ্বেশ্বরী মোহান্তি বলেছেন, ‘‘সজ্যোজাতের ঠাকুমা অভিযোগ দায়ের করেন। তার পরই এই বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি। এই ঘটনার তদন্ত চলছে।’’

এই ঘটনায় থানায় আত্মসমর্পণ করেছেন শিশুটির বাবা এবং মা। পারিবারিক বিবাদের কারণে কেন শিশুটিকে তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন