Maoist

বাবাকে খুনের ‘প্রতিশোধ’! মামাকে কুপিয়ে খুন মাওবাদী ভাগ্নি এবং সঙ্গীদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবতীর ভাগ্নি কুনি মাওবাদী দলের সক্রিয় সদস্য। অভিযোগ, কুনির বাবাকে খুন করেন লালবতী। পোস্টারেও সে কথা লেখা রয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ২২:০২
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেহের পাশে একটি পোস্টার ফেলে গিয়েছেন অভিযুক্তেরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেহের পাশে একটি পোস্টার ফেলে গিয়েছেন অভিযুক্তেরা। ছবি: প্রতীকী

৪৮ বছরের প্রবীণকে কুপিয়ে খুন করলেন সন্দেহভাজন মাওবাদীরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেহের পাশে একটি পোস্টার ফেলে গিয়েছেন অভিযুক্তেরা। সেখানে লেখা রয়েছে, এক মাওবাদীর বাবার খুনের প্রতিশোধ নিতেই হত্যা করা হয়েছে। ওড়িশার কালাহাণ্ডি জেলার ঘটনা।

মৃতের নাম লালবতী মাঝি। কালাহাণ্ডির পাঁচকুলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, লালবতীর গলা ধারালো অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছিল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবতীর ভাগ্নি কুনি মাওবাদী দলের সক্রিয় সদস্য। অভিযোগ, কুনির বাবাকে খুন করেন লালবতী। পোস্টারেও সে কথা লেখা রয়েছে। সেই প্রতিশোধ নিতেই খুন। পুলিশের ধারণা, পোস্টারটি প্রকাশ করেছে সিপিআই (মাও)-এর বংশধারা-ঘুমসুর-নাগাপলি বিভাগ। পোস্টারে পুলিশকে খবর পাচার নিয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পুলিশকে মাওবাদীদের বিষয়ে খবর দিলে ‘চরম পরিণতি’ হবে। কালাহাণ্ডির পুলিশ সুপার অভিলাশ জি বিবৃতি দিয়ে জানিয়েছেন, খুনের পিছনে রয়েছে ‘প্রতিশোধস্পৃহা’।

Advertisement
আরও পড়ুন