Death

গরবা নাচের সময় মৃত্যু যুবকের, হাসপাতালে নিয়ে গিয়ে খবর শুনে মারা গেলেন বাবাও

মধ্যরাতে আচমকাই নাচতে নাচতে পড়ে যান মণীশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা নারাপজি সোনিগ্রা। তাঁর বয়স ৬৬ বছর। হাসপাতালে চিকিৎসকরা মণীশকে মৃত ঘোষণা করেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৭:১৯
মহারাষ্ট্রের পালঘরে মারা গেলেন এক যুবক।

মহারাষ্ট্রের পালঘরে মারা গেলেন এক যুবক। —প্রতীকী ছবি

গরবা নাচের সময় আবারও মৃত্যু। গুজরাতের পর মহারাষ্ট্রের পালঘরে মারা গেলেন এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করলে ভেঙে পড়েন বাবা। তখনই মৃত্যু হয় প্রৌঢ়ের।

শনিবার রাতে পালঘরের বিরারে গ্লোবাল সিটি কমপ্লেক্সে গরবা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মণীশ নারাপজি সোনিগ্রা। তাঁর বয়স ৩৫ বছর। মধ্যরাতে আচমকাই নাচতে নাচতে পড়ে যান মণীশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা নারাপজি সোনিগ্রা। তাঁর বয়স ৬৬ বছর।

Advertisement

হাসপাতালে চিকিৎসকরা মণীশকে মৃত ঘোষণা করেন। শুনে স্থির থাকতে পারেননি নারাপজি। ঘটনাস্থলেই প্রাণ হারান। দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Advertisement
আরও পড়ুন