(বাঁ দিকে) মৃত যুবক অনিল। পুড়ে যাওয়া সেই গাড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁর বিয়ে ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হল দিল্লির এক যুবকের। শনিবার রাতে গাড়ি নিয়ে আত্মীয়-বন্ধুদের নিমন্ত্রণ কার্ড দিতে যাচ্ছিলেন। সেই সময় গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। সময়মতো বার হতে না পারায় গাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিল। তিনি গ্রেটার নয়ডার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। অনিলের দাদা সুমিত বলেন, ‘‘ভাই নিজের গাড়ি নিয়েই বেরিয়েছিল। রাতেই ফিরে আসবে বলেছিল। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় ফোন করা হয় ওকে। কিন্তু ফোন বন্ধ ছিল। রাত সাড়ে ১১টা নাগাদ থানা থেকে ফোন আসে। বলা হয়, অনিলের দুর্ঘটনা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’
সুমিত আরও জানান, সেই ফোন পাওয়ার পরই দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখানে গিয়ে জানতে পারেন গাড়িতে আগুন লেগে অনিলের মৃত্যু হয়েছে। কী ভাবে আগুন লাগল তা জানেন না। পুলিশ তদন্ত শুরু করেছে। অনিলের সহকর্মী যোগেশ। তাঁর বোনের সঙ্গেই অনিলের বিয়ে ঠিক হয়েছিল। যোগেশ বলেন, ‘‘বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অনিলের। আমরা একসঙ্গে এক অফিসে কাজ কাজ করতাম। রাতে ওর মৃত্যুর খবর পেলাম। সব শেষ হয়ে গেল।’’