চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ভোলা (লাল পোশাকে)। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা চলছে। সেই কুম্ভমেলায় তিনি যাবেনই! এ বছরই যেতে হবে। সুযোগ ফস্কে গেলে আবার ১২ বছরের অপেক্ষা। কিন্তু যাতায়াতের খরচ জোগাবেন কী করে? অভিযোগ, সেই খরচ জোগাতে তিনটি বাড়িতে চুরি করেন অরবিন্দ ওরফে ভোলা। দিল্লির ঘটনা। ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি দাবরির রাজপুরীতে পর পর তিনটি বাড়িতে চুরি করেন ভোলা। অভিযোগ, ওই বাড়িগুলি থেকে টাকা, গয়না চুরি করেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে শেষ পর্যন্ত ভোলাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জেরায় তিনি জানিয়েছেন, এ বছর বন্ধুদের নিয়ে কুম্ভমেলায় যাবেন বলে ভেবেছিলেন। যাওয়ার খরচ অনেক। সে কারণে চুরি করেছেন।
জেরায় ভোলা আরও জানিয়েছেন, তাঁর বাবা দিনমজুরের কাজ করেন। মা পরিচারিকার কাজ করেন। সাত ভাই-বোন রয়েছে তাঁর। অভাবের কারণে দীর্ঘ দিন ধরে চুরি করছেন বলেও স্বীকার করেছেন ভোলা। পুলিশ জানিয়েছে, ভোলার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬টি চুরির মামলা দায়ের হয়েছে। ২০২০ সালে প্রথম বার গ্রেফতার হয়েছিলেন তিনি। তার পর জামিনে ছাড়া পান। পুলিশ জানিয়েছে, জেরায় ভোলা নিজের মাদকাসক্তির কথাও স্বীকার করেছেন। সেই মাদকের খরচ জোগাতেও তিনি চুরি করেছেন বলে মেনে নিয়েছেন।