Murder

স্ত্রীকে বার বার হেনস্থা, শ্যালককে খুনের পর টুকরো করে রান্নাঘরে লুকিয়ে রাখলেন জামাইবাবু

মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার হেমরাজ রাজপুত জানিয়েছেন, শফিকের স্ত্রীকে বার বার হেনস্থা করত পুত্রন। বার বার তাকে সতর্ক করেছিলেন শফিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৪:২১
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

সতর্ক করা সত্ত্বেও স্ত্রীকে বার বার হেনস্থা করছিলেন শ্যালক। শেষমেশ তাঁকে খুনের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। শুধু খুন করাই নয়, তাঁর দেহ টুকরো করে নিজের রান্নাঘরে লুকিয়েও রেখেছিলেন। বুধবার সেই দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মুম্বইয়ের চেম্বুরের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জামাইবাবুর নাম শফিক আহমেদ শেখ। তাঁর বিরুদ্ধে শ্যালক পুত্রনকে খুনের অভিযোগ উঠেছে। মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার হেমরাজ রাজপুত জানিয়েছেন, শফিকের স্ত্রীকে বার বার হেনস্থা করত পুত্রন। বার বার তাকে সতর্ক করেছিলেন শফিক। অভিযোগ, তার পরেও স্ত্রীকে হেনস্থা করতে পুত্রন। সোমবার তাকে কাছে পেয়ে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করেন শফিক। এর পর প্রমাণ লোপাটে তার দেহ টুকরো করেন এবং সেই দেহাংশ রান্নাঘরে লুকিয়ে রাখেন।

পুলিশ জানিয়েছে, নিজের সন্তান না হলেও পুত্রনকে ছোটবেলা থেকেই মানুষ করেছেন শফিকের শ্বশুর। দু’দিন ধরে পুত্রন বাড়িতে না ফেরায় শফিকের শ্বশুর খোঁজাখুঁজি শুরু করেন। পুত্রন তাঁদের বাড়িতে এসেছে কি না তা জানতে চান শফিকের কাছে। কিন্তু শফিক সরাসরি জানিয়ে দেন, পুত্রনকে তিনি দেখেননি। তবে তাঁর আচরণে সন্দেহ হয় শফিকের শ্বশুরের। এর পরই তিনি পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন। শফিকের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে পুত্রনের খোঁজে শফিকের বাড়িতে তল্লাশি চালায়। তখন রান্নাঘর থেকে পুত্রনের টুকরো করা দেহ উদ্ধার হয়। এর পরই শফিককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন