Nawab Malik

Nawab Malik: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জেল হেফাজত, দাউদ-যোগ, তছরুপের অভিযোগ

মন্ত্রী নবাব এর আগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনসিবির বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনেছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৪:০৬
নবাব মালিক।

নবাব মালিক।

মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি নেতা নবাব মালিককে আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল বিশেষ পিএমএলএ আদালত।

মন্ত্রী নবাব এর আগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনেছিলেন। যদিও গত ২৩ ফেব্রুয়ারি ইডি তাঁকে গ্রেফতার করে দাউদের সন্ত্রাসে আর্থিক সহায়তাকারী হিসেবে। নবাবের বিরুদ্ধে ‘হাসিনা পার্কার’ নামে একটি ছবিতে ৫৫ লক্ষ টাকা ঢালার অভিযোগ আনা হয়েছিল। যে ছবিটি আদতে দাউদের বোনকে নিয়ে তৈরি বলে বলিউড বিশেষজ্ঞদের মত। মহারাষ্ট্রের মন্ত্রী নবাবকে সেই মামলাতেই ৭ মার্চ পর্যন্ত জেল হেফাজৎ দিয়েছিল পিএমএলএ। সোমবার যা আরও বাড়িয়ে ২১ মার্চ পর্যন্ত করল বিশেষ আদালত।

Advertisement

নবাবের আইনজীবী অমিত দেশাই অবশ্য অভিযোগ করেছেন ইডি এর আগেও নবাবের বিরুদ্ধে ভুল অভিযোগ এনেছিল। যে ৫৫ লক্ষ টাকা বিনিয়োগের অভিযোগে নবাবের বিরুদ্ধে দাউদের সন্ত্রাসে আর্থিক সহায়তার অভিযোগ আনা হয়েছিল, তা ভুল প্রমাণ হয়েছে। সোমবার ইডি নিজেই আদালতকে জানিয়েছে, টাইপের ভুলে ৫ লক্ষ টাকাকে ৫৫ লক্ষ লেখা হয়েছিল। আসলে ওই ছবিতে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন নবাব।

প্রসঙ্গত মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি-র নেতা নবাব এর আগে খবরে আসেন গত বছরের শেষ দিকে। প্রমোদতরীতে মাদক মামলায় শাহরুখ তনয়ের গ্রেফতারির পর নবাব ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় সংস্থা এনসিবি-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিজেপি চক্রান্ত করে আরিয়ানকে ফাঁসিয়েছে।

আরও পড়ুন
Advertisement