মহারাষ্ট্রের জলগাঁওয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। ছবি: সংগৃহীত।
মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। কয়েক জন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সেই আবহে এ বার মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল কেন্দ্র। এরই মধ্যে এক প্রত্যক্ষদর্শীর বয়ান প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন, যাঁরা ট্রেনের বাঁ দিকের দরজা দিয়ে লাফিয়েছিলেন, তাঁরা বেঁচে গিয়েছেন।
বুধবার বিকেলে মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাড়ে স্টেশনের কাছে উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় পুষ্পক এক্সপ্রেসের ১২ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় পাঁচ যাত্রীকে জলগাঁওয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে আরও এক জনের। বাকি চার জন এখনও চিকিৎসাধীন।
মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ফডণবীস এখন দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে রয়েছেন। সেখান থেকেই মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, আহতদের চিকিৎসার ভারও বহন করবে তাঁর সরকার। ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রেল মন্ত্রক জানিয়েছে, মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা, এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা সামান্য চোট পেয়েছেন, তাঁরাও পাঁচ হাজার টাকা করে পাবেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিকেল ৫টা নাগাদ লখনউ থেকে মুম্বইগামী ওই ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টেনেছিলেন। এর ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন কেউ কেউ। তখনই তাঁদের উপর দিয়ে চলে যায় কর্নাটক এক্সপ্রেস। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা রয়েছে। সকল আহতের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করবে সরকার।’’