কুকুরের মৃত্যু ঘিরে হুলস্থুল তেলঙ্গনার সঙ্গারেড্ডি জেলায়। প্রতিনিধিত্বমূলক ছবি।
২১টি কুকুরকে হত্যার অভিযোগ উঠল তেলঙ্গানায়। আরও ১১টি কুকুরের অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি কয়েক দিন আগের। জানা গিয়েছে, রাজ্যের সঙ্গারেড্ডির এড্ডুমইলারাম গ্রামে ৪০ ফুট উঁচু একটি সেতু থেকে ৩২টি কুকুরকে নীচে ফেলে দেওয়া হয়। তার মধ্যে ২১টি কুকুরের মৃত্যু হয়। সঙ্কটজনক অবস্থায় উদ্ধার হয় ১১টি।
স্থানীয় বাসিন্দারা সেতুর নীচে কুকুরগুলিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একসঙ্গে এত কুকুরকে মৃত অবস্থায় দেখতে পেতেই হুলস্থুল পড়ে যায়। কোথা থেকে এত কুকুর এল, কারা কুকুরগুলিকে হত্যা করল, তা নিয়ে চর্চা শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পশুপ্রেমীদের সংগঠন। অজ্ঞাতপরিচয়দের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কুকুরগুলির পা এবং মুখ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। যে কুকুরগুলিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেগুলির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে। আহত কুকুরগুলির চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ৪ জানুয়ারি সেতুর নীচে খালের জলে একের পর এক কুকুরের দেহ ভাসতে দেখা যায়। আবার বেশ কয়েকটি কুকুরকে খালের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। কোনও এলাকা থেকে কুকুর উধাও হয়ে গিয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।