Manipur Unrest

পবিত্র থাংজিং পাহাড়ে যাত্রা নিয়ে টানাপড়েন মণিপুরে

মেইতেই মঞ্চের অভিযোগ, অতীতেও কুকিরা ওই পবিত্র পাহাড়ের মাথায় জোর করে খ্রিস্টান ধর্মীয় চিহ্ন স্থাপণ করেছিল। এমনকি পাহাড়ের নামও বদলে দিয়েছে তারা। এই ধরনের কাজকর্ম কেন্দ্রের শুরু করা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:৪৯

ছবি: সংগৃহীত।

মণিপুরে মেইতেইদের কাছে পবিত্র পাহাড় থাংজিং সংঘর্ষের পরে কুকি দখলদারিতে থাকা এলাকার মধ্যে পড়েছে। ফলে সেখানে যেতে পারছেন না মেইতেইরা। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন-সহ ছয়টি কুকি সংগঠন যৌথ বিবৃতিতে বলে, এপ্রিল মাসে মেইতেইরা থাংজিং পাহাড়ে চিং কাবা উৎসব পালনের জন্য ‘বাফার জ়োন’ অতিক্রম করবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু সংঘাতের রাজনৈতিক মীমাংসা না হওয়া পর্যন্ত মেইতেই সম্প্রদায়ের জন্য কুকি এলাকায় কোনও বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে না। তাঁরা যেন থাংজিংয়ে আসার চেষ্টা না করেন। তার জবাবে মেইতেইরা জানালেন, শ্রদ্ধেয় দেবতা ইবুধো থাংজিংয়ের আবাসস্থল থাংজিং-এ চিং-এর বার্ষিক তীর্থযাত্রা প্রাচীনকাল থেকেই মেইতেই সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাই কুকিদের ওই নিষেধাজ্ঞা তীর্থযাত্রায় বাধা দেওয়ার সামিল।

Advertisement

মেইতেই মঞ্চের অভিযোগ, অতীতেও কুকিরা ওই পবিত্র পাহাড়ের মাথায় জোর করে খ্রিস্টান ধর্মীয় চিহ্ন স্থাপণ করেছিল। এমনকি পাহাড়ের নামও বদলে দিয়েছে তারা। এই ধরনের কাজকর্ম কেন্দ্রের শুরু করা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা। মেইতেইদের তরফে রাষ্ট্রপতি শাসনে থাকা রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা, ধর্মপালনের মৌলিক অধিকারে বাধাদানের প্রয়াসকে কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়েছে। অবশ্য উত্তেজনার মধ্যেই মানবিকতার নিদর্শন তুলে ধরে কুকি-জ়ো সম্প্রদায়ের সদস্যেরা কুকি অধ্যুষিত কাংপোকপি জেলার সদর পাহাড়ে ২ নম্বর জাতীয় সড়কে উল্টে পড়া ট্রাক থেকে মেইতেই চালককে উদ্ধার করেন। জখম চালক হেমাম প্রেম সিংহ বিষ্ণুপুরের বাসিন্দা। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের খবর দিয়ে জখম ব্যক্তিকে দ্রুত হাসপাতাল পাঠানোর ব্যবস্থাও করা হয়।

এ দিকে, কুকি এলাকার প্রাণকেন্দ্র চূড়াচাঁদপুরে এক মানসিকভাবে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। থানলন এলাকার জঙ্গলে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মেয়েটি শুক্রবার লেইজাংফাই এলাকার একটি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। মেয়ে না ফেরায় বিকেলে বাবা তাঁর খোঁজে যান। জঙ্গলে জামাকাপড় ছেঁড়া ও শরীরে আঘাত থাকা অবস্থায় মেয়ের মৃতদেহ খুঁজে পান তিনি। পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত মাসেও চুড়াচাঁদপুর জেলায় এক নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের পরে হত্যা করা হয়।

Advertisement
আরও পড়ুন