Hubballi

Karnataka: বেঙ্গালুরুর পর মামলা হুব্বল্লি ইদগাহ‌ ময়দানে গণেশ পুজোর অনুমতি ঘিরে, রাতেই শুনানি

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে গণেশ পুজো করার সরকারি অনুমতি বাতিল করে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ২৩:০৮
কর্নাটক হাই কোর্টে রাতেই শুরু শুনানি।

কর্নাটক হাই কোর্টে রাতেই শুরু শুনানি। ফাইল চিত্র।

রাজধানী বেঙ্গালুরুর পরে এ বার ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসবের অনুমোদন ঘিরে বিতর্ক উত্তর কর্নাটকের হুব্বল্লিতে। বিজেপি নিয়ন্ত্রিত হুব্বল্লি-ধরওয়াড় পুরসভা স্থানীয় চামরাজনগর ইদগাহ ময়দানে বুধবার গণেশ চতুর্থী উৎসবের আয়োজন করার অনুমতি দেওয়ায় কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে রাতেই হাই কোর্টে শুরু হয়েছে শুনানি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে গণেশ পুজো করার সরকারি অনুমতি বাতিল করে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেখানে গণেশ চতুর্থী উৎসব পালনের অনুমতি দিয়েছিল কর্নাটকের বিজেপি সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কর্নাটক ওয়াকফ বোর্ডের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল।

Advertisement

প্রসঙ্গত, ‘স্পর্শকাতর এলাকা’ বলে বহু বছর ধরেই পরিচিতি রয়েছে হুব্বল্লির। ১৯৯৪ সালে সেখানে ইদগাহ ময়াদানে জাতীয় পতাকা তোলা ঘিরে বিতর্কে গোষ্ঠীহিংসার ঘটনা ঘটেছিল। তাতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেত্রী উমা ভারতীর বিরুদ্ধে। পরবর্তী কালে সেই ঘটনার জেরে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হয়েছিল উমাকে।

Advertisement
আরও পড়ুন