Karnataka

১১ কৃষ্ণসার হরিণ-সহ খাঁচায় বন্দি প্রচুর প্রাণী উদ্ধার! বিতর্কে রাজনীতিবিদ

অভিযুক্ত রাজনীতিবিদের বাগানবাড়িতে ১১টি কৃষ্ণসার হরিণ, আটটি হরিণ, সাতটি বুনো শুয়োর, তিনটি নেউল এবং দু’টি শিয়াল উদ্ধার করা হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১২:১৩
উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলিকে খাঁচায় বন্দি করে রাখা ছিল।

উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলিকে খাঁচায় বন্দি করে রাখা ছিল। ফাইল চিত্র ।

কর্নাটকের বর্ষীয়ান রাজনীতিবিদের বাড়ি থেকে অনেক বন্য প্রাণী উদ্ধার করল কর্ণাটক বন দফতর। বুধবার কর্ণাটক বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলিকে খাঁচায় বন্দি করে রাজনীতিবিদের বাগানবাড়িতে পোষ্য হিসাবে রাখা ছিল।

বন দফতরের ওই আধিকারিক এ-ও জানিয়েছেন, কর্নাটকের দাভানাগেরের অ্যানাকোন্ডায় একটি রাইস মিলের পিছনে অভিযুক্ত রাজনীতিবিদের বাগানবাড়িতে এগারোটি কৃষ্ণসার, ৮টি হরিণ, ৭টি বুনো শুয়োর, ৩টি নেউল এবং ২টি শিয়াল উদ্ধার করা হয়েছে।

Advertisement

ওই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা ৪ অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। এ ছাড়াও, আমরা মামলাটি তদন্ত করার জন্য আদালত থেকে অনুমতি নিয়েছি।’’

তিনি আরও জানান, ওই রাজনীতিবিদকে কারা কারা সাহায্য করেছেন, তাঁদের খুঁজে বার করার জন্য তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
Advertisement