বেঙ্গালুরুতে লোকশিল্পীদের নিয়ে জয়ের আনন্দে মাতল কংগ্রেস। ছবি: পিটিআই।
কর্নাটকে ধরাশায়ী হয়েছে বিজেপি। কংগ্রেসের জয় নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে জয়ের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
কর্নাটকে দলের জয় নিয়ে কন্নড় জনতাকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। বললেন, ‘‘মানুষ এমন একটা রাজনীতি চায়, যা তাদের সমস্যার সুরাহা করবে। আমাদের মানুষের জন্য কাজ করতে হবে।’’
#WATCH | #KarnatakaElectionResults | Congress general secretary Priyanka Gandhi Vadra says, "I congratulate the people of Karnataka. They have sent a message across the state that public wants a politics that resolves their issues, a politics where their issues are… pic.twitter.com/IgMlFHZeQa
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটকে উচিত শিক্ষা পেয়েছে বিজেপি, এমনটাই বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। বললেন, ‘‘ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থানে আসন্ন নির্বাচনে ওদের (বিজেপি) শিক্ষা দেবে মানুষ। ওরা উচিত শিক্ষা পাবে।
"People will teach them a lesson. In all upcoming elections-Chhattisgarh, Madhya Pradesh, and Rajasthan, they (BJP) will learn a lesson," says Rajasthan CM & Congress leader Ashok Gehlot as Congress wins #KarnatakaPolls pic.twitter.com/m92lXzfJ4G
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটক বিধানসভা নির্বাচনে দলের জয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাইলস্টোন বলে মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।
"This is one of the milestones of the 2024 elections," says Congress general secretary KC Venugopal. #KarnatakaResults https://t.co/RKw9n36cRs pic.twitter.com/0zK7594Bz8
— ANI (@ANI) May 13, 2023
জয়ের আনন্দে কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালাকে মিষ্টি খাওয়ালেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
#KarnatakaElectionResults2023 | Congress national president Mallikarajun Kharge and AICC in-charge of Karnataka Randeep Singh Surjewala, have sweets in Bengaluru
— ANI (@ANI) May 13, 2023
(Source: AICC) pic.twitter.com/edjAgzMjRV
কর্নাটকে কংগ্রেসের সাফল্যে খুশি সে রাজ্যের রূপান্তরকামীদের একাংশ। সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার দাবি জানালেন তাঁরা।
#WATCH | #KarnatakaResults | Members of the transgender community wait for four Karnataka Congress leaders, including Siddaramaiah, outside a counting station in Mysuru to thank and bless them.
— ANI (@ANI) May 13, 2023
One of them, Chandni says, "...Siddaramaiah will be the CM and will do well for the… pic.twitter.com/N1l4t1zf4N
কর্নাটকে ধরাশায়ী হয়েছে বিজেপি। জয়ের পথে কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যের নির্বাচনী ফল নিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের নাম নেননি তিনি। গুরুত্ব দিয়েছেন বিজেপির পরাজয়কে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘পরিবর্তনের পক্ষে সুস্পষ্ট রায় দেওয়ায় কর্নাটকের মানুষকে স্যালুট জানাচ্ছি। নিষ্ঠুর কর্তৃত্ববাদ এবং সংখ্যাগরিষ্ঠ রাজনীতির পরাজয় হয়েছে।’’ মমতা আরও লিখেছেন যে, মানুষ গণতন্ত্রের জয় চান। কোনও কেন্দ্রীয় আধিপত্যই মানুষের সেই স্বতঃস্ফুর্ততাকে দমিয়ে রাখতে পারবে না। শেষ লাইনে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আগামী দিনের জন্য এটা একটা শিক্ষা।’’
My salutations to the people of Karnataka for their decisive mandate in favour of change!! Brute authoritarian and majoritarian politics is vanquished!! When people want plurality and democratic forces to win, no central design to dominate can repress their spontaneity : that is…
— Mamata Banerjee (@MamataOfficial) May 13, 2023
কর্নাটকে কনকপুরা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সে রাজ্যের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। জয়ের পর শংসাপত্র হাতে নিলেন তিনি।
#WATCH | Karnataka Congress president DK Shivakumar collects his certificate after winning from Kanakpura constituency.#KarnatakaElectionResults
— ANI (@ANI) May 13, 2023
(Video: Karnataka Congress) pic.twitter.com/wC9JBT4Evw
কর্নাটকে জয়ের পথে কংগ্রেস। দলের সাফল্য নিয়ে রাজ্যের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে অভ্যর্থনা জানালেন কংগ্রেস কর্মীরা।
#WATCH | Party workers hail Karnataka Congress President DK Shivakumar as the party triumphs in the state, in Ramnagara pic.twitter.com/9QkE1Qxlev
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটকের জয় নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বললেন, ‘‘কর্নাটকে ঘৃণার কারবার বন্ধ হয়ে গিয়েছে। ভালবাসার বিপণি খুলে গিয়েছে।’’
গণনার প্রবণতা অনুযায়ী, কর্নাটকে ১৩৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৩টি আসনে। জেডিএস এগিয়ে ২১টি আসনে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্নাটকে দলের জয় হয়েছে, এমনটাই বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
#WATCH | We won this election under collective leadership and got results, says Congress President Mallikarjun Kharge on the party's resounding victory in Karnataka. pic.twitter.com/6Cl94NKIGc
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটকে দলের হার মেনে নিলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। বলেছেন, ‘‘জয় এবং পরাজয় বিজেপির কাছে নতুন কিছু নয়। ফল দেখে দলী কর্মীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরাজয় স্বীকার করছি।’’
"Victory and defeat aren't new to BJP. Party workers need not be panicked by these results. We will introspect about the party's setback. I respectfully accept this verdict," says BJP leader BS Yediyurappa on the party's defeat in #KarnatakaElectionResults pic.twitter.com/LYudJZGIcL
— ANI (@ANI) May 13, 2023
গণনার প্রবণতা অনুযায়ী কর্নাটকে জয়ের পথে কংগ্রেস। ভোটের ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। তিনি বলেছেন, ‘‘প্রথমে আমরা হিমাচলপ্রদেশে জিতলাম। এখন আমরা কর্নাটকে জয়ী হলাম...ওরা (বিজেপি) ‘কংগ্রেস-মুক্ত ভারতের’ কথা বলত। কিন্তু দক্ষিণ ভারত এখন বিজেপি-মুক্ত।’’
#WATCH | Chhattisgarh CM and Congress leader Bhupesh Baghel says, "First we won Himachal Pradesh and then we won Karnataka...They used to speak of 'Congress mukt-Bharat' but now South India is 'BJP-mukt'#KarnatakaElectionResults2023 pic.twitter.com/SPWumO83G5
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটকে ভোটের ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে গিয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর কথায়, ‘‘কর্নাটকে ২০ বার এসেছেন প্রধানমন্ত্রী। কোনও প্রধানমন্ত্রীকে অতীতে এত বার প্রচার করতে দেখা যায়নি।’’
#WATCH | It is a mandate against Narendra Modi, Amit Shah and JP Nadda. PM came to Karnataka 20 times; No PM in the past campaigned like this: Congress leader Siddaramaiah on his party's victory in Karnataka elections pic.twitter.com/bNk1HMLk4y
— ANI (@ANI) May 13, 2023
কর্ণাটকে গণনার প্রবণতা থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, কুর্সি দখল করতে চলেছে কংগ্রেস। এই আবহে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠল। এক কর্মী তাঁর বুকে ‘সিদ্দারামাইয়া সিএম’ ট্যাটু বানিয়েছেন।
#WATCH | Man engraved with ‘Siddaramaiah CM’ tattoo on his chest in Mysuru, as Congress consolidates win in Karnataka elections pic.twitter.com/fiu0JiFZ4T
— ANI (@ANI) May 13, 2023
রাস্তায় কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাসের জেরে আটকে গেল বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের গাড়ি। ঘটনাটি কর্নাটকের হাভেরীর।
#WATCH | Karnataka CM Basavaraj Bommai's convoy gets stuck in Haveri as Congress workers cheer on in the route and celebrate their party's comfortable win in #KarnatakaElections pic.twitter.com/i8nw6FAH4y
— ANI (@ANI) May 13, 2023
কর্মীদের অভিবাদন জানালেন কর্নাটকের কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে কর্মীদের উদ্দেশে করজোড়ে নমস্কার জানালেন তিনি।
#WATCH | Karnataka Congress President DK Shivakumar greets party workers gathered outside his residence in Bengaluru as the party surges ahead of BJP in Karnataka election results pic.twitter.com/aIN4qyMjqm
— ANI (@ANI) May 13, 2023
কর্নাটকে হার স্বীকার করে নিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোটের ফল প্রসঙ্গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেই আমরা পর্যালোচনা করব।
#WATCH | In spite of a lot of efforts put in by PM & BJP workers, we've not been able to make the mark. Once the full results come we'll do a detailed analysis. We take this result in our stride to come back in Lok Sabha elections: Karnataka CM Bommai#KarnatakaElectionResults pic.twitter.com/ftNLsV5HHG
— ANI (@ANI) May 13, 2023