Justice DY Chandrachud

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের শপথ বুধবার, পদে থাকবেন দু’বছর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ২২:১৮
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের শপথ বুধবার।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের শপথ বুধবার। ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি।

প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি ললিত। প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। সেই প্রথা মেনে গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বৈঠকে কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন প্রধান বিচারপতি ললিত।

Advertisement

১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ৭ বছর প্রধান বিচারপতি পদে ছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন