Prison

জেল খাটতে চান? ৫০০ টাকা দিলেই মিলবে সুযোগ! কোন কারাগারে কেন চালু হচ্ছে এমন নিয়ম

জেল কর্তৃপক্ষ কারাবাসের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছেন সাধারণ মানুষকে। চাইলে এখানে টাকার বিনিময়ে থাকা যাবে। এক জন জেলের কয়েদি যা যা পরিষেবা পান, তাই পাবেন সেই ‘অতিথি’রাও।

Advertisement
সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৭
যেচে জেল খাটার সুযোগ।

যেচে জেল খাটার সুযোগ। —ফাইল ছবি

জেলের ঘানি টানতে চাইলে আর কোনও অপরাধের সাজা বা বিচারকের রায়ের প্রয়োজন নেই। টাকা দিলেই পেটে পড়তে পারে জেলের ভাত। মাত্র ৫০০ টাকার বিনিময়ে দিব্যি কয়েক ঘণ্টার জন্য ঘুরে আসা যেতে পারে জেল থেকে। নতুন নিয়ম চালু হচ্ছে উত্তরাখণ্ডের কারাগারে।

উত্তরাখণ্ডের হলদোয়ানি সংশোধনাগার কর্তৃপক্ষ কারাবাসের বাস্তব অভিজ্ঞতা অর্জন করার সুযোগ দিচ্ছেন সাধারণ মানুষকে। চাইলে এখানে টাকার বিনিময়ে এসে থাকা যাবে। এক জন জেলের কয়েদি যা যা পরিষেবা পান, তাই পাবেন সেই ‘অতিথি’রাও। এমনকি কয়েদিদের যা খেতে দেওয়া হয়, তাই দেওয়া হবে তাঁদের। ‘অতিথি’রা পাবেন কয়েদিদের পোশাকও।

Advertisement

হলদোয়ানি সংশোধনাগার তৈরি হয়েছিল ১৯০৩ সালে। এর একটি অংশে এত দিন পুরনো এক অস্ত্রাগার ছিল। সেই আপাত পরিত্যক্ত দিকটি ‘অতিথি’দের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে খবর।

কেন এমন ব্যবস্থা চালু করা হচ্ছে এই সংশোধনাগারে?

জ্যোতিষ শাস্ত্রে যাঁরা পারদর্শী, তাঁরা অনেক ক্ষেত্রেই গ্রহ-নক্ষত্রের অবস্থান গণনা করে দেখান, কিছু দিন জেলের ভাত খেলে ভাগ্য ফিরবে। জ্যোতিষবিদ মৃত্যুঞ্জয় ওঝা জানিয়েছেন, কারও জন্মতালিকা বা কোষ্ঠীতে যদি শনি, মঙ্গল-সহ তিন গ্রহের অবস্থান গোলমেলে হয়, তখন তাঁদের জেলের ঘানি টানার নিদান দেওয়া হয়ে থাকে। এক রাতের জন্য জেলের ভাত খেলে গ্রহের দশা কেটে যায়।

৫০০ টাকা খরচ করলে এ বার সেই পদ্ধতিতে ভাগ্য ফেরানোর সুযোগ মিলবে, আশাবাদী হলদোয়ানি সংশোধনাগার কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Advertisement