আরএসএসের বিরুদ্ধে খড়্গের অভিযোগ বাদ দিলেন ধনখড়

খড়্গে অভিযোগ তুলেছেন, আরএসএস আদতে সাম্প্রদায়িক, জাতিবাদী, মনুবাদী সংগঠন। আরএসএস-ই নাথুরাম গডসেকে উস্কে দিয়ে মহাত্মা গান্ধীর হত্যা করিয়েছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ০৮:৩৫
(বাঁ দিকে) জগদীপ ধনখড় এবং মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)।

(বাঁ দিকে) জগদীপ ধনখড় এবং মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)। ছবি: পিটিআই।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে রাজ্যসভায় দাঁড়িয়ে আরএসএস-কে নিশানা করলেন। তা সংসদের নথি থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়ে আরএসএসের হয়ে রুখে দাঁড়ালেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

Advertisement

সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা হিসেবে মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তোলেন, মোদী জমানায় সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাথা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আরএসএসের লোকেদের বসানো হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি তথা রাজ্যসভার নেতা জে পি নড্ডা এর নিন্দা করেন। কিন্তু এক কদম এগিয়ে ধনখড় খড়্গেকে বলেন, “আপনি এমন এক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, যারা দেশের জন্য নিরলস পরিশ্রম করছে।”

খড়্গে অভিযোগ তুলেছেন, আরএসএস আদতে সাম্প্রদায়িক, জাতিবাদী, মনুবাদী সংগঠন। আরএসএস-ই নাথুরাম গডসেকে উস্কে দিয়ে মহাত্মা গান্ধীর হত্যা করিয়েছিল। এখন সেই সংগঠনের লোকেদের সমস্ত গুরুত্বপূর্ণ পদে, সরকারি আমলাতন্ত্রে বসানো হচ্ছে। কিন্তু খড়্গের যাবতীয় অভিযোগ সংসদের রেকর্ড থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়ে চেয়ারম্যান বলেন, “একটি সংগঠন দেশের জন্য কাজ করছে। কোনও সংগঠনের সদস্য হওয়া কি অপরাধ? আরএসএসে অনেক বুদ্ধিমান লোক রয়েছেন।”

খড়্গে পাল্টা জবাবে বিজেপিকে নিশানা করতে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের মণিপুর নিয়ে বিবৃতিকে হাতিয়ার করেছেন। ভোটের ফল প্রকাশের পরেই মণিপুরের পরিস্থিতি নিয়ে ভাগবত কার্যত মোদী সরকারের দিকে আঙুল তুলেছিলেন। তাতেও ধনখড় বলেন, কংগ্রেস নেতা একদিকে আরএসএসের সমালোচনা করছেন। অন্যদিকে তাঁর বক্তব্য তুলে ধরছেন। ধনখড় বলেন, “ভাগবতজির বক্তৃতা শুনলে অনেক জ্ঞান মিলবে।”

মল্লিকার্জুন খড়্গে আজ রাজ্যসভায় অভিযোগ তুলেছেন, নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারে বিভাজনের রাজনীতি করেছেন। বারবার মুসলিম ও পাকিস্তান শব্দ ব্যবহার করেছেন। ধনখড় তাঁকে এর সত্যতা প্রমাণ করতে বলেন। তাতে কংগ্রেস নেতা পি চিদম্বরম প্রশ্ন তোলেন, মোদী কী বলেছেন, তা বিরোধী দলনেতা কী ভাবে প্রমাণ করবেন! সনিয়া গান্ধীও টেবিল চাপড়ে এর সমর্থন করেন। কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও রেকর্ড থেকে মুছে দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান।

আরও পড়ুন
Advertisement