Amritpal Singh

খলিস্তানপন্থীদের ভারতীয় দূতাবাসে বিক্ষোভের জের, কানাডার রাষ্ট্রদূতকে তলব ভারতের

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘আমরা আশা করছি, আমাদের দূতাবাস এবং তার কর্মীদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ করবে কানাডা সরকার। আমরা মনে করি সেটাই প্রত্যাশিত।’’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১২:১৯
File image of Amritpal Singh

অমৃতপালের সমর্থকদের বিক্ষোভের জের। — ফাইল ছবি।

ইংল্যান্ডের পর এ বার কানাডা। সেই দেশের দূতাবাস এবং বাণিজ্যিক দূতাবাসের সামনে পলাতক স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিংহের সমর্থক খলিস্তানপন্থীদের বিক্ষোভ এবং তাণ্ডবের ঘটনার প্রেক্ষিতে ভারতে কানাডার রাষ্ট্রদূতকে জরুরি তলব করে ভারত। তাঁকে এ নিয়ে উদ্বেগের কথা জানানো হয়। ভারত সরকার কানাডা সরকারের কাছে জবাব চেয়েছে, পুলিশের উপস্থিতিতে কী করে সুরক্ষায় এত বড় ফাঁক রয়ে গেল? তা হলে কি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর ছিল না?

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত সরকার কানাডার রাষ্ট্রদূতকে ভিয়েনা কনভেনশনের মোতাবেক নিজেদের কী কী দায়িত্ব পালন করার কথা, তা-ও মনে করিয়ে দিয়েছে। অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী সমর্থকদের বিরুদ্ধে সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে। পাশাপাশি কানাডার ভারতীয় দূতাবাসে কর্মরত কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তার দেখভাল করার দায়িত্ব যে সে দেশের প্রশাসনের উপরই বর্তায়, তা মনে করিয়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘আমরা আশা করছি, আমাদের দূতাবাস এবং তার কর্মীদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ করবে কানাডা সরকার।’’

গত রবিবার, কানাডায় খলিস্তানি বিক্ষোভের আশঙ্কায় একটি অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। প্রসঙ্গত, সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘‘কয়েকটি দেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে অত্যন্ত দায়সারা ভাব দেখায়। আমার সাম্প্রতিক অভিজ্ঞতা সে কথাই বলছে।’’

বিক্ষোভরত খলিস্তানপন্থীরা পলাতক অমৃতপালের সমর্থক। যে অমৃতপালকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের সম্পর্ক প্রকাশ্যে এসেছে।

Advertisement
আরও পড়ুন