Indian Economy

বৃদ্ধির হার বেশি প্রত্যাশার চেয়েও! ২০২৭-এর মধ্যেই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত: আইএমএফ

আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদে গীতা গোপীনাথ শুক্রবার বলেন, ‘‘ভারতীয়দের ব্যক্তিগত খরচের হার (ভোগ্যপণ্য কেনার নিরিখে) আবার বেড়ে গিয়েছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ১২:৫৬

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভারতের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার চেয়েও বেশি বলে জানাল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। সংস্থার মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, ‘‘২০২৭ সালের মধ্যেই ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে।’’ ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে আইএমএফ-এর প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদের দাবি, তিন বছরের মধ্যেই আমেরিকা এবং চিনের পরে ঠাঁই হবে ভারতের।

Advertisement

গীতা শুক্রবার বলেন, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধির হার গত অর্থবর্ষে প্রত্যাশার চেয়ে অনেক ভাল ছিল। সেই প্রভাবগুলি এই অর্থবর্ষের জন্য আমাদের পূর্বাভাসকে প্রভাবিত করছে৷ অন্য কারণটি হল, আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখছি, ভারতীয়দের ব্যক্তিগত খরচের হার (ভোগ্যপণ্য কেনার নিরিখে) আবার বেড়ে গিয়েছে।’’ প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্টে বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।

২০২৩ সালে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘২০২৭-এর মধ্যেই জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত। আমাদের লক্ষ্য, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পদার্পনের আগে ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা।’’ গত জুলাই মাসে আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছিল, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁতে পারে।

Advertisement
আরও পড়ুন