ফাইল ছবি।
বিহারের চম্পারণে বেলাইন হামসফর এক্সপ্রেসের অন্তত দু’টি কামরা। ট্রেনটি দিল্লি থেকে কাটিহার যাচ্ছিল। দুপুরে বিহারের চম্পারণে লাইনচ্যুত হয়ে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ চম্পারণের হরিনগর এলাকা দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তখনই ট্রেনের এস-১ এবং এস-২ কামরা দু’টি বেলাইন হয়ে যায়। কামরা বেলাইন হলেও যাত্রীদের কারও তেমন আঘাত লাগেনি। যদিও কামরা লাইনচ্যুত হওয়ার খবরে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ব্যাঘাত ঘটে ওই লাইনে ট্রেন চলাচলেও। দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেয় অ্যাক্সিডেন্ট রিলিভ ট্রেন।
কী ভাবে লাইনচ্যুত হল হামসফর এক্সপ্রেসের দু’টি কামরা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রেল।