(বাঁ দিকে) প্রগতির সঙ্গে দিলীপ। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার প্রগতি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
প্রথম বিয়েকে ঢাল বানিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন নববধূ প্রগতি। উত্তরপ্রদেশের অরাইয়ায় দিলীপ যাদব হত্যাকাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। শুধু তা-ই নয়, স্বামীকে খুনের জন্য বিয়েতে উপহার পাওয়া নগদ এক লক্ষ টাকা ভাড়াটে খুনিকে দিয়েছিলেন বলেও অভিযোগ। বিয়ে করার ১৫ দিনের মধ্যেই স্বামী দিলীপ যাদবের ‘সুপারি’ দিয়েছিলেন প্রগতি।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রগতির লক্ষ্য ছিল দিলীপকে বিয়ে করার পর তাঁকে সরিয়ে দেওয়া। শুধু তা-ই নয়, তার পর প্রেমিক অনুরাগকে বিয়ে করার পরিকল্পনাও ছিল তাঁর। দিলীপের জমানো টাকাও হাতিয়ে নেওয়া প্রগতির লক্ষ্য ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দিলীপকে বিয়ে করলেও তাঁর প্রেম ছিল অনুরাগের সঙ্গে। প্রগতি আর অনুরাগ একই পাড়ায় থাকতেন। বিয়ে করার কথাও ভেবেছিলেন দু’জনে। তাঁদের এই সম্পর্কের কথা দুই পরিবার জানার পর আপত্তি জানায়। তবে গোপনে দিলীপের সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রগতি।
পুলিশ সূত্রে খবর, প্রগতির দিদির সঙ্গে আগেই বিয়ে হয়েছিল দিলীপের দাদার। সেই সূত্র ধরে প্রগতির সঙ্গে আলাপ দিলীপের। তার পর ধীরে ধীরে আরও ঘনিষ্ঠতা বাড়ে। দিলীপের বাড়ি থেকেও প্রগতিকে পছন্দ হয়। ফলে দুই পরিবার কথা বলে দিলীপ এবং প্রগতির বিয়ে ঠিক করেন। দিলীপ এই বিষয়টি নিয়ে খুশি হলেও, প্রগতি কিন্তু মোটেই খুশি হতে পারেননি। কিন্তু পরিবারের চাপে শেষমেশ এই সম্বন্ধ স্বীকার করে নেন। বিয়ের পর প্রেমিক অনুরাগের সঙ্গে দূরত্ব তৈরি করার ভান করাও শুরু করেন প্রগতি। কিন্তু গোপনে তাঁদের যোগাযোগ ছিলই। তার পরই দিলীপকে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়। অভিযোগ, এই পরিকল্পনা করেন খোদ প্রগতি।
পুলিশ সূত্রে খবর, দিলীপের জমানো টাকা হাতানোর পরিকল্পনা করেন প্রগতি। তাঁকে সরিয়ে দিয়ে সেই টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেন। গত ১৯ মার্চ দিলীপ একটি কাজে বেরিয়েছিলেন। রাস্তা থেকে তাঁকে অপহরণ করা হয়। তার পর তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।