Himachal Pradesh Assembly Election

হিমাচলে সিপিএম: জেতা আসনে এ বার চার নম্বরে চলে গেল লাল ঝান্ডা, ঠাঁই নির্দলেরও পিছনে!

কংগ্রেসের জেতা থিয়োগে এ বার দ্বিতীয় বিজেপি। এমনকি, এক নির্দল প্রার্থীও ২১ শতাংশের বেশি ভোট পেয়ে টপকে গিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রাকেশ সিংহকে!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:৫৭
রাকেশ সিংহ।

রাকেশ সিংহ। গ্রাফিক: সনৎ সিংহ।

শুধু হার নয়, হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে গত বারের জেতা আসনে চতুর্থ স্থানে চলে গেল সিপিএম। আর রাজধানী শিমলার অদূরের থিয়োগ আসন জিতে নিল ২০১৭-র বিধানসভা ভোটে তৃতীয় হওয়া কংগ্রেস।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কুলদীপ সিংহ রাঠৌর থিয়োগ আসনে এ বার প্রায় ৩০ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অজয় শ্যাম পেয়েছেন প্রায় ২২ শতাংশ ভোট। অন্য দিকে, বিদায়ী সিপিএম বিধায়ক রাকেশ সিংহের ঝুলিতে ১৯ শতাংশের কাছাকাছি ভোট। এমনকি, এক নির্দল প্রার্থীও ২১ শতাংশের বেশি ভোট পেয়ে টপকে গিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রাকেশকে!

Advertisement
দল
প্রাপ্ত আসন
সরকারে দরকার৩৫
মোট আসন৬৮
কংগ্রেস ৪০
বিজেপি ২৫
আপ ০০
অন্যান্য
রাকেশের প্রচার বৃন্দা কারাট।

রাকেশের প্রচার বৃন্দা কারাট। ছবি: সংগৃহীত।

অঙ্কের হিসাবে কুলদীপ ১৯,৪৪৭, অজয় ১৪,১৭৮ এবং রাকেশ ১২,২১০ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে থাকা নির্দল প্রার্থী ইন্দু বর্মা পেয়েছেন ১৩,৮৪৮ ভোট।

২০১৭-র বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াইয়ে ৪৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন রাকেশ। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ৩১ শতাংশ এবং কংগ্রেস প্রার্থী প্রায় ১৯ শতাংশ ভোট পেয়েছিলেন। এ বার রাকেশের প্রচারে গিয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাত দাবি করেছিলেন, জয়ের ব্যবধান আরও বাড়বে। প্রসঙ্গত, ১৯৯৩ সালে হিমাচলের বিধানসভা ভোটে প্রথম সিপিএম প্রার্থী হিসাবে জিতেছিলেন রাকেশ।

Advertisement
আরও পড়ুন