Himachal Pradesh High Court

বন্ধ করতে হবে হিমাচলের ১৮টি ‘সরকারি’ হোটেল! দেনা মেটাতে হাই কোর্টের নির্দেশ সুখুর সরকারকে

হিমাচল প্রদেশের পর্যটন দফতরের মালিকানাধীন ১৮টি হোটেল বন্ধ করার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ হাই কোর্ট আগামী ২৫ নভেম্বরের মধ্যে ওই হোটেলগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:৫০
হিমাচলের ১৮টি হোটেল বন্ধের নির্দেশ হাই কোর্টের।

হিমাচলের ১৮টি হোটেল বন্ধের নির্দেশ হাই কোর্টের। —প্রতিনিধিত্বমূলক ছবি।

হিমাচল প্রদেশের পর্যটন দফতরের মালিকানাধীন ১৮টি হোটেল বন্ধ করার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ হাই কোর্ট আগামী ২৫ নভেম্বরের মধ্যে ওই হোটেলগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মেনে কাজ হচ্ছে কি না, তা দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ পর্যটন নিগমের ম্যানেজিং ডিরেক্টরকে।

Advertisement

এই ১৮টি হোটেল লোকসানে চলছিল বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কোষাগারের উপরে চাপ কমাতে সোমবার বিচারপতি অজয়মোহন গয়ালের একক বেঞ্চ এগুলি বন্ধ করার নির্দেশ দেয়। ওই ১৮টি হোটেলকে ‘সাদা হাতি’ বলে অভিহিত করে বিচারপতির পর্যবেক্ষণ, জনগণের টাকা সাদা হাতি পোষার জন্য ব্যবহৃত হতে পারে না। এই ১৮টি হোটেলের মধ্যে তিনটি রয়েছে ধর্মশালা, কুলু এবং ডালহৌসিতে।

সম্প্রতি একটি আপিল আদালতে একটি জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা হিমাচল সরকারের বিরুদ্ধে ৬৪ কোটি টাকা না-মেটানোর অভিযোগ তোলে। হাই কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। হিমাচলের অ্যাডভোকেট জেনারেল অনুপকুমার রত্তন জানিয়েছেন, দিল্লির হিমাচল ভবনকেও নিলামে তোলার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হিমাচলের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

আরও পড়ুন
Advertisement