Gurmeet Ram Rahim

Gurmeet Ram Rahim: শিষ্য খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম, মঙ্গলবার সাজা ঘোষণা

২০১৭ সালের অগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ ও এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা শোনায় আদালত।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৩:৩৫
গুরমিত রাম রহিম।

গুরমিত রাম রহিম। ফাইল ছবি।

শিষ্য খুনে দোষী সাব্যস্ত হলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রামরহিম-সহ আরও পাঁচজনকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে। ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম।

Advertisement

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান মৃত রণজিৎ সিংহের ছেলে। সিবিআই-এর দাবি, এই খুনের পিছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। তাঁর সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে রয়েছেন রণজিৎ সিংহ। তাই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

২০১৭ সালের অগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেয় আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম।

আরও পড়ুন
Advertisement