এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হল ২০ বছরের এক তরুণকে। সম্প্রতি মুম্বইয়ের দিন্দোশি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৮ জানুয়ারি ঘটনাটি ঘটে। দিন্দোশি থানা এলাকার বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। একই পাড়ায় থাকতেন তাঁর বোন ও মেয়ে। তাঁরা মাঝে মাঝে বৃদ্ধাকে দেখতেও আসতেন। বয়সজনিত রোগে বছরখানেক আগে ওই বৃদ্ধার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। তাই বৃদ্ধার নিরাপত্তা ও দেখভালের জন্য বাড়ির ভিতর নজরদারি ক্যামেরাও বসিয়েছিলেন তাঁরা। ১২ জানুয়ারি বৃদ্ধার মেয়ে মাকে দেখতে যান। সে সময়েই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে জানতে পারেন, চার দিন আগে মাকে ধর্ষণ করেছেন এক তরুণ। সঙ্গে সঙ্গে ফুটেজটি সহ থানায় যোগাযোগ করেন ওই যুবতী।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, ওই দিনই দু’ঘণ্টার মধ্যে অভিযুক্ত তরুণকে শনাক্ত করে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) এবং ৩৩২(বি)-র অধীনে মামলা দায়ের হয়েছে। ওই তরুণকে জেরায় জানা গিয়েছে, ঘটনার বেশ কয়েক দিন আগে থেকেই বৃদ্ধার উপর নজর রাখছিলেন তিনি। বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন, তা-ও জানতেন ওই তরুণ। ৮ জানুয়ারি তিনি সুযোগ বুঝে বৃদ্ধার বাড়ি়তে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। যদিও বাড়ির ভিতরে যে নজরদারি ক্যামেরা বসানো রয়েছে, তা জানা ছিল না তাঁর। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল তাঁকে।