India

Subhas Chandra Bose: সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপন

সরকারি সূত্র আরও জানিয়েছে যে, ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১২:৪২
২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন।

২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন। ফাইল চিত্র ।

এই বছর ২৬ জানুয়ারির পরিবর্তে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে ২৩ জানুয়ারি থেকে।

কেন্দ্রীয় সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এও জানা গিয়েছে যে, সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে এখন থেকে প্রতি বছরই ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে।

Advertisement

সরকারি সূত্র আরও জানিয়েছে যে, ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ মোদী সরকার এর আগে নেতাজির জন্মবার্ষিকীকে পরক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিল।

Advertisement
আরও পড়ুন