Accident

বায়ুসেনা আধিকারিকের পুত্রের গাড়ির ধাক্কায় দিল্লিতে মৃত্যু শিশুকন্যার, ধৃত অভিযুক্ত

শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। সোমবার গ্রেফতার করা হয়েছে বায়ুসেনার আধিকারিকের পুত্রকে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৭
representative photo of arrest

ধৃতের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রতীকী ছবি।

ভারতীয় বায়ুসেনার আধিকারিকের পুত্রের গাড়ির ধাক্কায় সাড়ে ৩ বছরের এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠল দিল্লিতে। এই ঘটনায় সোমবার গ্রেফতার করা হয়েছে বায়ুসেনা আধিকারিকের পুত্রকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে আরএমএল হাসপাতালের তরফ থেকে একটি দুর্ঘটনার অভিযোগ জানানো হয়। পরে শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। অর্জন বিহার এলাকায় বাড়িতে পরিচারিকার কাজ করেন শিশুকন্যার মা।

বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের পুত্র ২০ বছর বয়সি সমর্ক মালিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাঁর গাড়ির ধাক্কাতেই ওই শিশুকন্যার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সমর্ক এবং তাঁর পরিবারের সদস্যেরা জখম শিশুকন্যাকে নিয়ে দিল্লি ক্যান্টনমেন্ট হাসপাতালে যান। পরে সেখান থেকে তাকে আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন
Advertisement