Dawood Ibrahim

একটু পরেই নিলামে উঠছে মাফিয়া ডন দাউদের চারটি সম্পত্তি, কিনতে পারেন এক রাজনৈতিক নেতা

দাউদ ও তাঁর পরিবারের অবিক্রিত চারটি কৃষিজমি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে। নিলামের দাম শুরু হচ্ছে ১৯ লক্ষ টাকা থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১১:২২
মাফিয়া ডন দাউদ ইব্রাহিম।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। — ফাইল চিত্র।

বছর তিনেক পরে আবার নিলাম হতে চলেছে ‘পলাতক’ মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি। ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী, ওই অবিক্রিত চারটি সম্পত্তির নিলাম ডাকা হচ্ছে বলে সরকারি সূত্রের খবর।

Advertisement

দাউদ এবং তাঁর পরিবারের ওই চারটি সম্পত্তি শুক্রবার নিলামে তোলা হবে। দাম শুরু হচ্ছে ১৯ লক্ষ টাকা থেকে। দাউদ এবং তাঁর পরিবারের অবিক্রিত চারটি কৃষিজমি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে। ওই গ্রামের বাড়িতেই তাঁর শৈশব কেটেছিল। প্রসঙ্গত, ২০১৭ সালে নিলাম হয়েছিল মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে দাউদের কুখ্যাত ধামড়ওয়ালা বাড়িটি। আশির দশকে ভারত ছেড়ে পালানোর আগে পর্যন্ত সেখানেই থাকতেন তিনি।

সূত্রের খবর, রত্নগিরি জেলায় দাউদের সম্পত্তি কেনার জন্য হাজির থাকতে চলেছেন প্রভাবশালী শিবসেনা নেতা তথা আইনজীবী অজয় শ্রীবাস্তব। তিনি সম্পত্তিগুলি কেনার জন্য নিলামে অংশ নিতে পারেন বলে জল্পনা রয়েছে। এর আগে মুম্বাকে গ্রামে দাউদের সেই শৈশবের বাড়িটির নিলামে অংশ নিয়েছিলেন অজয়। প্রসঙ্গত, এর আগেও দাউদের অনেক সম্পত্তি নিলামে উঠেছে। তবে অনেক ক্ষেত্রেই মেলেনি ক্রেতা। প্রশাসনের একাংশের মতে, মাফিয়া নেতার রোষে পড়ার ভয়েই বার বার পিছিয়ে গিয়েছেন ক্রেতাদের একাংশ। ১৯৯৩-এর মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ‘মাস্টারমাইন্ড’ দাউদ এখন পাকিস্তানের আশ্রয়ে রয়েছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর।

Advertisement
আরও পড়ুন