Tamil Nadu Court

মহিলা আইপিএস-কে শরীরী হেনস্থা! তামিলনাড়ু পুলিশের প্রাক্তন ডিজির তিন বছর জেলের সাজা

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ু ক্যাডারের ওই মহিলা আইপিএস অফিসার যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন সে রাজ্যের পুলিশের তৎকালীন প্রধান রাজেশ দাসের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৩:১৬
Former DG of Tamil Nadu Police convicted for sexually harassing woman IPS officer

তামিলনাড়ু পুলিশের প্রাক্তন ডিজি রাজেশ দাস। ছবি: সংগৃহীত।

এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে ৩ বছর জেলের সাজা হল তামিলনাড়ু পুলিশের প্রাক্তন ডিজি রাজেশ দাসের। শুক্রবার ভিল্লুপুরম আদালত ২০২১ সালের ওই মামলায় অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশকে দোষী সাব্যস্ত করে তাঁর সাজা ঘোষণা করে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ু ক্যাডারের ওই মহিলা আইপিএস অফিসার যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন রাজেশের বিরুদ্ধে। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী তথা এডিএমকে নেতা ইকে পলানীস্বামীর রাজ্য সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে গিয়েছিলেন রাজেশ। তখন একত্রে সফরের সময় তাঁকে যৌন হেনস্থা করা হয়। এর পর সাসপেন্ড করা হয়েছিল রাজেশকে।

Advertisement

তৎকালীন বিরোধী দলনেতা ডিএমকের এমকে স্ট্যালিন সে সময় বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন। ওই বছরেরই মে মাসে বিধানসভা ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মামলাটির ‘ন্যায়বিচারের’ আশ্বাস দিয়েছিলেন। দু’বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় ৬৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছে ভিল্লুপুরম আদালত।

Advertisement
আরও পড়ুন