স্থানীয় মানুষ এবং দমকলের চেষ্টা সত্ত্বেও পুড়ে ছাই বহু দোকান। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: এএনআই
লাল কেল্লার বিপরীতে অবস্থিত চাঁদনিচকের লাজপত রাই বাজারে বিধ্বংসী আগুন লাগে বৃহস্পতিবার ভোর রাতে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
Delhi: Fire breaks out at Lajpat Rai Market in Chandni Chowk; 12 fire tenders rushed to the site for firefighting
— ANI (@ANI) January 6, 2022
Delhi: Visuals from Lajpat Rai Market in Chandni Chowk where a fire broke out early morning today pic.twitter.com/faNkAbjpWc
— ANI (@ANI) January 6, 2022
লেলিহান শিখা একের পর এক দোকান গ্রাস করছে, এমন ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, স্থানীয় মানুষ এবং দমকলের চেষ্টা সত্ত্বেও বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার ভোট ৪টে ৪৫ নাগাদ প্রথম আগুন লক্ষ করা যায়। সঙ্গে সঙ্গেই তাঁরা দমকলে খবর দেন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। দমকলের চারঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই।