Encounter in Jammu and Kashmir

পাক সীমান্তে জঙ্গলে লুকিয়ে তিন জঙ্গি! গোপন সূত্রে খবর পেয়ে শুরু হল অভিযান, গুলির লড়াই জম্মুতে

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৪১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের গুলির লড়াই শুরু হল জম্মু ও কাশ্মীরে। রবিবার বিকেল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাক সীমান্ত লাগোয়া জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ায় হীরানগরের জঙ্গলে লুকিয়ে রয়েছেন তিন জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্তও সেখানে গুলির লড়াই চলছে। যে হেতু এটি বেশ ঘন জঙ্গল, তাই অভিযানটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবার সন্ধ্যায় কাশ্মীর পুলিশের সূত্র খবরটি নিশ্চিত করলেও এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। নির্বাচনের পরেও তাতে ভাটা পড়েনি। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলেছে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছেন জঙ্গিরা। বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার। জঙ্গিদের খোঁজে উপত্যকার বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। গত সপ্তাহেই কূপওয়ারায় সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

Advertisement
আরও পড়ুন