Directorate General of Civil Aviation

ঘুষ নেওয়ার অভিযোগ ডিজিসিএ-র ডিরেক্টরের বিরুদ্ধে! সাসপেন্ড করল অসামরিক বিমান মন্ত্রক

ক্ষমতার অপপ্রয়োগ করে পাইলট প্রশিক্ষণ এবং উড়ান স্কুলগুলির ওপরে চাপ সৃষ্টি করা এবং নির্দিষ্ট কিছু সংস্থাকে ঘুষের বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওই আধিকারিকের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২১:২৮

প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-র এক ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডের মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সমস্ত ধরনের অনিয়মের ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।’’ সরকারি সূত্রের খবর, সাসপেন্ডেড ডিরেক্টরের নাম অনিল গিল।

ক্ষমতার অপপ্রয়োগ করে পাইলট প্রশিক্ষণ এবং উড়ান স্কুলগুলির ওপরে চাপ সৃষ্টি করা এবং নির্দিষ্ট কিছু সংস্থাকে ঘুষের বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অনিলের বিরুদ্ধে। ডিজিসিএ-র ডিরেক্টর পদে থেকে তিনি বেআইনি ভাবে একটি উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ। মন্ত্রকের কাছে বিভিন্ন অভিযোগ মেলায় সম্প্রতি অনিলকে ফ্লাইং ট্রেনিং বিভাগের ডিরেক্টর পদ থেকে সরিয়ে অ্যারোস্পোর্ট ডিভিশনে পাঠানো হয়েছিল।

Advertisement
আরও পড়ুন