ডেরেক ও’ব্রায়েন। —ফাইল চিত্র।
চলতি মাসে অমিত শাহের বঙ্গ সফরের সম্ভাবনা। তার আগে আজ তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “সদ্য শেষ হওয়া সংসদীয় অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রকের তিনটি বিল পেশ করেছেন, ওয়াকফ বিল নিয়ে ৪৫ মিনিট বলেছেন। দেখা যাচ্ছে শাহ বিজেপি-র ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডার!” ডেরেক আরও বলেন, “আমার এক সতীর্থের অনুমান, এটা কি লোকসভায় ২৪০-এ নেমে আসার ফল? নাকি একটি বড় রাজ্যের নেতৃত্ব দেওয়া ৫২ বছর বয়স্ক অবিবাহিত নেতার সঙ্গে চরম লড়াইয়ের ফল? যোগী আদিত্যনাথের সঙ্গে শাহের লড়াইয়ের দিকটিকেই তুলে আনতে চেয়েছেন ডেরেক। নরেন্দ্র মোদীর পরে কে, তা নিয়ে দলের অন্দরেও জল্পনা রয়েছে। নিজের সম্পর্কে প্রশ্নে যোগী আবার সম্প্রতি বলেছেন, ‘‘রাজনীতি আমার পূর্ণ সময়ের কাজ নয়। আমি মনেপ্রাণে যোগী।’’ তার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘সব কিছুরই একটা সময় আছে।’’