Corbevax

COVID Vaccine For Children: জরুরি প্রয়োজনে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের জন্য ছাড়পত্র কোরবেভ্যাক্সকে

বায়োলজিক্যাল ই সংস্থার আবেদনের ভিত্তিতে আলাপ আলোচনার পর ডিসিজিআই ওই অনুমতি দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। 

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২৩:০৬

ফাইল চিত্র।

পাঁচ থেকে ১২ বছরের শিশুদের জরুরি প্রয়োজনে করোনার প্রতিষধক দেওয়ার ছাড়পত্র মিলল। ভারতের ওষুধ নিয়ামক সংস্থার (ডিসিজিআই) বিশেষজ্ঞদের প্যানেল এর জন্য বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি কোরবেভ্যাক্স প্রতিষেধকটির ব্যবহারের অনুমতি দিয়েছে।

বায়োলজিক্যাল ই সংস্থার আবেদনের ভিত্তিতে আলাপ আলোচনার পর ডিসিজিআই ওই অনুমতি দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

Advertisement

হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি কোরবেভ্যাক্স দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম আরবিডি প্রোটিন সাবইউনিট প্রতিষেধক। প্রসঙ্গত এ বছর ১৬ মার্চ ১২ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদের এই টিকা দেওয়া শুরু হয়। পাঁচ থেকে ১২ বছরের ছেলেমেয়েদের উপযোগী ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিনের ছাড়পত্রের জন্য সরকার আরও তথ্য চেয়ে পাঠিয়েছে।

আরও পড়ুন
Advertisement