ফোনে ‘ভয়েস চেঞ্জার’ ব্যবহার করে প্রতারণার জাল সাইবার অপরাধীদের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মেয়েদের কণ্ঠস্বর নকল করে ফাঁদে ফেলে শতাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, ১৫৮ জনকে প্রতারণার ফাঁদে ফেলে সাইবার অপরাধীরা। তার পর তাঁদের ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
সম্প্রতি এমনই বেশ কয়েকটি অভিযোগ জামা পড়েছে ইনদওরে। অভিযোগকারীদের মধ্যে যেমন পড়ুয়ারা রয়েছন, তেমনই ব্যবসায়ী এবং বেসরকারি সংস্থার কর্মীরাও ওই তালিকায় রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ‘ভয়েস চেঞ্জার’ অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা নিজেদের কণ্ঠস্বর বদলে দিত। মহিলাদের কণ্ঠ নকল করে হোয়াট্সঅ্যাপ কলে শিকার ধরার কাজে নামত। হোয়াট্সঅ্যাপ কলের মাধ্যমে আলাপ, তার পর সেই সব ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব পাতানো হত।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ক্রমে সেই বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হতেই ব্যক্তিগত কথোপকথনে প্রলুব্ধ করা হত সংশ্লিষ্ট ব্যক্তিকে। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করার কাজ চলত। তার পর ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিয়ো লেনদেনের পর্বে পৌঁছতেই শুরু হত ব্ল্যাকমেল। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে ১৫৮ জনকে নিজেদের প্রতারণার জালে ফেলে টাকা আদায় করেছে সাইবার অপরাধীরা। অভিযোগকারীদের কয়েক জনের সঙ্গে কথা বলে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।