Indian Defence Forces

প্রতিরক্ষা মন্ত্রক বদলাল প্রথা, সশস্ত্র বাহিনীর তিন শাখার সমন্বয় বাড়াতে এ বার নতুন পদক্ষেপ

‘থিয়েটারাইজ়েশন’ পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হল ভারতীয় সেনার তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে, একই থিয়েটার কমান্ড গঠন করা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১২:৩০

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) সমন্বয় নিবিড় করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল প্রতিরক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, তিন বাহিনীর প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা ‘এইড-ডি-ক্যাম্প’ নিয়োগ করা হবে তাদের ‘সিস্টার সার্ভিস’ থেকে।

Advertisement

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আগেই সশস্ত্র বাহিনীর তিন শাখার যৌথ পদক্ষেপের (থিয়েটারাইজ়েশন) কথা ঘোষণা করেছিলেন। তাঁর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান (জেনারেল পদমর্যাদার আধিকারিক) তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে।

একই ভাবে নৌসেনার প্রধান (অ্যাডমিরাল পদমর্যাদার আধিকারিক) তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের (এয়ার চিফ মার্শাল পদমর্যাদার আধিকারিক) ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনও অফিসারকে।

বর্তমানে ভারতীয় স্থলসেনা,, নৌসেনা এবং বায়ুসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। ‘থিয়েটারাইজ়েশন’ পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হল তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে, একই থিয়েটার কমান্ড গঠন করা। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হয় সশস্ত্র বাহিনীর তিন শাখার। বাড়ে মারণক্ষমতাও।

Advertisement
আরও পড়ুন