India Canada Relation

একসুরে কেন্দ্রকে নিশানা তৃণমূল এবং সিপিএমের

সূত্রের বক্তব্য, গত ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে কমিটির সদস্যদের জানানো হয়েছিল বৈঠকে আলোচনা হবে ভারত-কানাডা সম্পর্ক নিয়ে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৮:২২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অধোগতি বিরোধীদের জানাতে চায় না নরেন্দ্র মোদী সরকার। তারা কোনও রকম সমালোচনাই বরদাস্ত করতে রাজি নয়। আজ বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এই মর্মে সরকারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন তৃণমূল ও সিপিএম সাংসদরা। কংগ্রেস এই প্রতিবাদে যোগ না দেওয়ায়, কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা শশী তারুরকে চিঠিও লিখেছে পশ্চিমবঙ্গের শাসকদল।

Advertisement

সূত্রের বক্তব্য, গত ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে কমিটির সদস্যদের জানানো হয়েছিল বৈঠকে আলোচনা হবে ভারত-কানাডা সম্পর্ক নিয়ে। ৪ নভেম্বর নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু কানাডা নয়, ভারত-চিন সম্পর্ক নিয়েও কথা হবে। সূত্রের খবর, আজ তার কিছুই হয়নি। গোটা দিন আলোচনা চলে বাজেট বরাদ্দ নিয়ে। উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

জানা গিয়েছে, কমিটির সদস্য তৃণমূলের সাগরিকা ঘোষ ও সিপিএম সদস্য জন ব্রিটাস আজ একযোগে দাবি করেন, কানাডায় ভারতীয় মন্দিরে হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কমিটির মধ্যে প্রতিশ্রুতিমাফিক আলোচনা হোক। তারুর অবশ্য জানান, যে হেতু বিদেশ সচিবের জরুরি কাজ আছে, তাই তাঁকে চলে যেতে হবে। সূত্রের খবর, সাগরিকা পরে শশীকে চিঠি লিখে দাবি করেন, অবিলম্বে পরের বৈঠকেই বিদেশ সচিব ভারত-কানাডা ও ভারত-চিন নিয়ে জানান সদস্যদের।

আরও পড়ুন
Advertisement