Crime

ঘরের সামনে জুতো রাখা নিয়ে গোলমাল, পড়শি প্রৌঢ়কে খুন করলেন দম্পতি!

জুতো রাখা নিয়ে বচসার জেরে প্রতিবেশী প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে মহিলাকে। পলাতক তাঁর স্বামী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৯:২৯
representative photo of deadbody

পড়শিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। পলাতক তাঁর স্বামী। প্রতীকী ছবি।

ঘরের দরজার সামনে জুতো রাখা নিয়ে গোলমালের জেরে পড়শি ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঠাণের নয়ানগর এলাকায় ঘরের দরজার সামনে জুতো রাখা নিয়ে এক দম্পতির সঙ্গে তাঁদের প্রতিবেশীর প্রায়শই ঝামেলা হত। একে অপরের ঘরের দরজার সামনে জুতো রাখা নিয়ে দীর্ঘ দিন ধরেই তাঁদের বিবাদ ছিল। শনিবার রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়।

অভিযোগ, বচসা চলাকালীন পড়শি ব্যক্তিকে খুন করেন ওই দম্পতি। নিহতের নাম আফসর খাটরি (৫৪)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলাকে। খুনের পর থেকেই পলাতক তাঁর স্বামী। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই দম্পতির বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন