Coronavirus in India

Covid-19: দিল্লিতে এক লাফে ৮২ শতাংশ বেড়ে গেল কোভিড-১৯ সংক্রমণ, কেন্দ্রীয় রিপোর্টে দাবি

মঙ্গলবার দিল্লিতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১,১১৮। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সেখানে দু’জন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৮:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে দেশের রাজধানীতে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণ বেড়েছে ৮২ শতাংশ।

মঙ্গলবার দিল্লিতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১,১১৮। সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬১৪। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবার সেখানে দু’জন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির হার দ্রুত বেড়েছিল। পরবর্তী পর্যায়ে তা কমে আসে।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, মঙ্গলবার দিল্লিতে সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ৬.৫ শতাংশ ছুঁয়েছে। প্রসঙ্গত, প্রতি দিন যে সংখ্যক কোভিড-১৯ পরীক্ষা করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। তবে পর পর তিন দিন দেশ জুড়ে কোভিডে সংক্রমিতের সংখ্যা আট হাজারের উপরে থাকলেও মঙ্গলবার সেই সংখ্যা সাড়ে ছ’হাজারের কাছে নেমে এসেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন