দিল্লিতে নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। প্রতীকী ছবি।
মহারাষ্ট্রের পরে দিল্লিতেও দৈনিক নতুন কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানীতে ১,১৪৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৪৭। বুধবার বিকেলে সরকারি বুলেটিনে এ খবর জানানো হয়েছে।
ওই বুলেটিনে বলা হয়েছে, বুধবার করোনায় এক জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। অন্য দিকে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। এ নিয়ে গত দু’সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার পেরিয়ে গেল। গত ১২ দিনে দিল্লিতে মৃত্যু হয়েছে ১৫ জন কোভিড আক্রান্তের! প্রসঙ্গত, বুধবারই মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
তবে বুধবার দিল্লিতে সংক্রমণের হার কিছুটা কমে ২৩.৮ শতাংশ হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। মঙ্গলবার তা ছিল ২৮.৯৮ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজ়িটিভ তাকেই পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।
সোমবার দিল্লিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৪৮৪। মঙ্গলবার তা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ৯৮০! নতুন আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এমনটাই জানিয়েছে দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)।