S jaishankar

‘একটু ধৈর্য ধরতে শেখো’! পশ্চিমি দুনিয়াকে নিশানা করায় জয়শঙ্করকে পরামর্শ ‘বন্ধু’ শশীর

রবিবার নাম না করে ইউরোপ এবং আমেরিকার কঠোর সমালোচনা করেছিলেন জয়শঙ্কর। তারই প্রেক্ষিতে ‘বন্ধু’ শশীর এই পরামর্শ।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ২২:৪৭
S Jaishankar and Shashi Tharoor

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ তথা ইউপিএ জমানার বিদেশ প্রতিমন্ত্রী শশী তারুর। ফাইল চিত্র।

সব বিতর্কে মুখ খুলতে নেই। গুরুত্বপূর্ণ পদে থাকলে একটু ধৈর্য ধরতে শিখতে হয়। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ তথা ইউপিএ জমানার বিদেশ প্রতিমন্ত্রী শশী তারুর। রবিবার নাম না করে ইউরোপ এবং আমেরিকার কঠোর সমালোচনা করেছিলেন জয়শঙ্কর। তারই প্রেক্ষিতে ‘বন্ধু’ শশীর এই পরামর্শ।

সম্প্রতি আমেরিকা এবং ইউরোপের একাধিক প্রথম সারির রাজনীতিক রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের সমালোচনা করেছিলেন। নরেন্দ্র মোদীর জমানায় ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত, তা নিয়েও প্রশ্ন ওঠে নানা আন্তর্জাতিক মঞ্চে। সেই ঘটনা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে জয়শঙ্কর বলেছিলেন, ‘‘সত্যি বলতে কী, পশ্চিমি দুনিয়ার একটা বদভ্যাস আছে। তারা মনে করে অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাদের ঈশ্বরপ্রদত্ত অধিকার রয়েছে।’’

Advertisement

পাশাপাশি, বিদেশমন্ত্রী অভিযোগ করেন অন্য দেশের বিষয়ে নাক গলালেও আমেরিকা এবং ইউরোপ চায় না অন্য কেউ তাদের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে মন্তব্য করুক। জয়শঙ্করের ওই মন্তব্য প্রসঙ্গে সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে শশী বলেন, ‘‘আমাদের কেন এত স্পর্শকাতর হতে হবে? আমরা যদি মনে করি বিষয়টি ঠিক, তবে সে পথেই এগিয়ে যাব। প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গেলে আখেরে নিজেদেরই ক্ষতি হয়। আমি বিদেশমন্ত্রী জয়শঙ্করকে একটু ধৈর্য ধরার অনুরোধ করব।’’

আরও পড়ুন
Advertisement