Rahul Gandhi

রাহুলের ফের প্রত্যাবর্তন, সাংসদ পদের পর এ বার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী সমিতিতে

রাহুলের পাশাপাশি পঞ্জাবের জালন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের বুলেটিনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১১:২৭
Congress MP Rahul Gandhi nominated to Parliamentary Standing Committee on Defence

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

সুপ্রিম কোর্ট সাজায় স্থগিতাদেশ দেওয়ায় সাংসদ পদ ফিরে পেয়েছিলেন দিন দশেক আগেই। এ বার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভা সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে। সাড়ে চার মাস আগে মোদী পদবি মামলায় সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে দু’বছর জেলের সাজার জেরে সাংসদ পদ খোয়ানোর সময় রাহুল সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য ছিলেন।

Advertisement

রাহুলের পাশাপাশি পঞ্জাবের জালন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের বুলেটিনে। রিঙ্কু পেয়েছেন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যপদ। গত ৪ অগস্ট সুপ্রিম কোর্টের তরফে রাহুলের শাস্তি স্থগিত করা হয়েছিল। তার ৪৮ ঘণ্টা পর, ৭ অগস্ট রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

মোদী পদবি অবমাননা মামলায় রাহুলকে গত ২৩ মার্চ দোষী সাব্যস্ত করেছিল সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজাও দিয়েছিলেন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। কারণ, জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়কের দু’বছরের বেশি মেয়াদের সাজা হলে পত্রপাঠ তাঁর পদ খারিজ হওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন