Congress

দিল্লি বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদ কংগ্রেসি ছাত্রদের

সহসভাপতি পদে জিতেছেন এবিভিপি-র ভানুপ্রতাপ সিংহ এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মিত্রাবিন্দ করণওয়াল। ২০১৭ সালের পরে এই প্রথম বার এনএসইউআই কেন্দ্রীয় পদগুলির মধ্যে দু’টিতে জিতল এবং সভাপতি পদটি দখল করল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৮:৪০

— প্রতীকী চিত্র।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা হল সোমবার। কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে। সহসভাপতি এবং সম্পাদক পদে জয়ী হয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। সভাপতি পদে জয়ী হয়েছেন এনএসইউআইয়ের রৌনক ক্ষত্রী। তিনি এবিভিপি প্রার্থীকে ১৩০০ ভোটে পরাজিত করেছেন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এনএসইউআইয়ের লোকেশ চৌধরি। জয়লাভের পরে ক্ষত্রী বলেছেন, ‘‘আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

Advertisement

সহসভাপতি পদে জিতেছেন এবিভিপি-র ভানুপ্রতাপ সিংহ এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মিত্রাবিন্দ করণওয়াল। ২০১৭ সালের পরে এই প্রথম বার এনএসইউআই কেন্দ্রীয় পদগুলির মধ্যে দু’টিতে জিতল এবং সভাপতি পদটি দখল করল।

গত ২৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের নির্বাচনের ফল ঘোষিত হওয়ার কথা ছিল। নির্বাচন হয়েছিল তার আগের দিন। কিন্তু, দিল্লি হাই কোর্টের নির্দেশে ফল ঘোষণা স্থগিত হয়। আদালতের বক্তব্য ছিল, সংশ্লিষ্ট নির্বাচনের প্রচার চলাকালীন মানহানির যে অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত জটিলতা যত ক্ষণ না কাটছে, তত ক্ষণ ফলাফল ঘোষণা করা যাবে না।

আরও পড়ুন
Advertisement