Vande Bharat

নীল-সাদা নয়, এ বার অন্য রূপে দেখা যাবে বন্দে ভারতকে, গেরুয়া রঙে ছুটবে ‘সেমি হাই স্পিড’ ট্রেন

বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। নিরাপত্তার নতুন পদ্ধতি নিয়েও কাজকর্ম চলছে। বন্দে ভারত এবং অন্যান্য ট্রেনেও এই নিরাপত্তা পদ্ধতি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১০:০০
vande bharat

বন্দে ভারত। —ফাইল চিত্র।

বন্দে ভারত আসার আগে থেকে দেশবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেমন দেখতে হবে এই ট্রেন, কী কী থাকবে ইত্যাদি। ইতিমধ্যেই দেশের ২৫টি রুটে বন্দে ভারত ছুটছে। তবে এত দিন যে রঙে এই ট্রেনকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন দেশবাসী, এ বার ভিন্ন রূপে ধরা দিতে চলেছে বন্দে ভারত।

যে ক’টি বন্দে ভারত চলছে, সেগুলির প্রত্যেকটিরই রং সাদা এবং নীল। তবে এ বার আর সাদা-নীল নয়, গেরুয়া রং ‘গায়ে মেখে’ ছুটবে দেশের ২৮তম ‘সেমি হাই স্পিড’ এই ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন বন্দে ভারতের একটি ছবি টুইট করেছেন। সেই ছবিতেই ধরা পড়েছে আগামী দিনে নতুন বন্দে ভারতের রং গেরুয়া। তবে আগামী দিনে সাদা-নীলের বদলে বাকি বন্দে ভারতের রং গেরুয়া করা হবে কি না, সে বিষয়ে রেলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Advertisement
vande bharat

নতুন বন্দে ভারত। গেরুয়া রঙে রঞ্জিত। ছবি: টুইটার।

দেশের ২৮তম বন্দে ভারত থেকে বদলে যাচ্ছে রং। হঠাৎ কেন গেরুয়া রং? এ প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করা হচ্ছে। তবে পরীক্ষামূলক ভাবে এই রং বদলানো হচ্ছে বলে রেল সূত্রে খবর। শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-তে পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী। এ ছাড়াও দক্ষিণ রেলের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন।

বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। নিরাপত্তার নতুন পদ্ধতি নিয়েও কাজকর্ম চলছে। বন্দে ভারত এবং অন্যান্য ট্রেনেও এই নিরাপত্তা পদ্ধতি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Advertisement