Shubman Gill

শুভমনের বদলে ভারতীয় দলে কে? একটি জায়গার লড়াইয়ে তিন ক্রিকেটার, শিকে ছিঁড়বে কার?

পার্‌থ টেস্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শুভমন গিল। তাঁর জায়গায় কে খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। লড়াই তিন ক্রিকেটারের মধ্যে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২১:৩৪
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

পার্‌থ টেস্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শুভমন গিল। তাঁর জায়গায় কে খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। লড়াই তিন ক্রিকেটারের মধ্যে। কাকে খেলানো যায় তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

Advertisement

রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই। এ অবস্থায় শুভমনও ছিটকে যাওয়ায় ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে গিয়েছে। এমন একজনকে চাই যিনি ভরসা দিতে পারতেন। তিন জনকে নিয়ে চর্চা চলছে। তাঁরা হলেন অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাড়িক্কল এবং সাই সুদর্শন। এর মধ্যে অভিমন্যু অস্ট্রেলিয়া দলে থাকলেও বাকি দু’জন নেই। ভারত ‘এ’ দলে রয়েছেন। পাড়িক্কল বা সুদর্শনের মধ্যে এক জনকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

বোর্ডের এক সূত্র বলেছেন, “কোচ, অধিনায়ক এবং নির্বাচকেরাই এ ব্যাপারে শেষ কথা বলবে। তবে টপ অর্ডারের বিশেষজ্ঞ একজন ব্যাটারকে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম টেস্টের জন্য রাখা হবে। অভিমন্যু তো রয়েছেই। সাই বা দেবদত্তের মধ্যে কেউ এক জন থেকে যেতে পারে।”

টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা দু’জনেরই রয়েছে। পাড়িক্কল প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজ়ে খেলেছিলেন। একটি ম্যাচের একটি ইনিংসে ৬৫ রান করেছিলেন। অস্ট্রেলিয়া সফরে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে ৮৮ রান করেছিলেন।

সুদর্শন দু’টি ম্যাচেই তিনে খেলেছেন। দ্বিতীয় ম্যাচে শতরান রয়েছে। তার আগে রঞ্জি ট্রফিতে দ্বিশতরান করেছেন। দলীপ ট্রফি এবং কাউন্টিতে সারের হয়েও শতরান রয়েছে।

আরও পড়ুন
Advertisement