ঘর থেকে দেহ উদ্ধার নবম শ্রেণির পড়ুয়ার। প্রতীকী ছবি।
মাইনে দিতে না পারায় বার্ষিক পরীক্ষায় বসতে দেয়নি স্কুল। তার জেরেই অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার অভিভাবকেরা। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড়ের।
পড়ুয়ার নাম রিয়া প্রজাপতি। মাইনের ৮০০ টাকা বাকি থাকায় ওই পড়ুয়াকে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রিয়ার মা পুনম দেবীর অভিযোগ, সকলের সামনে তাঁর কন্যাকে অপমান করেছেন স্কুলের প্রধানশিক্ষক রাজকুমার যাদব-সহ স্কুলেরই কয়েক জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মী।
শনিবার স্কুলে পরীক্ষা ছিল। যথাসময়ে স্কুলে গিয়েছিল রিয়া। কিন্তু ক্লাসঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেন, বকেয়া টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাকে বাড়ি চলে যেতে বলা হয়। এই ঘটনায় মুষড়ে পড়ে রিয়া। বাড়ি ফিরে কাউকে কিছুই জানায়নি সে। শনিবার সন্ধ্যায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
রিয়ার মায়ের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কন্যাকে হুমকি দিয়েছিলেন, তার ভবিষ্যৎ নষ্ট করে দেবেন। আর সে কারণেই তাঁর কন্যা আত্মহত্যা করেছে বলে দাবি তাঁর। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন রিয়ার মা। প্রধানশিক্ষক-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।