Buniadpur Murder Case

বুনিয়াদপুরে ব্যবসায়ীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার মুম্বইয়ে! হত্যারহস্যের তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীকে খুনের পর পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। ৩৩ বছরের রবিউল মিঞার বাড়ি মালদহের নালাগোলার ডাঙাপাড়ায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর দিনাজপুরের বুনিয়াদপুরে সুদের ব্যবসায়ী খুনের প্রায় সাড়ে ছ’মাস পর গ্রেফতার ‘খুনি’। ধৃতের নাম রবিউল মিঞা। শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

বুনিয়াদপুরে খুন হওয়া ব্যবসায়ীর নাম মিঠুন চক্রবর্তী। খুনের মামলার তদন্তে নামে পুলিশ। তবে তার পর প্রায় সাড়ে ছ’মাস কেটে গিয়েছে। অবশেষে খুনের মামলার অন্যতম অভিযুক্তকে মুম্বই থেকে পাকড়াও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মিঠুনের খুনের পর পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। ৩৩ বছরের রবিউলের বাড়ি মালদহের নালাগোলার ডাঙাপাড়ায়। তবে খুনের পর তিনি ভিন্‌রাজ্যে পালিয়ে যান। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে খুনে অভিযুক্ত রবিউলকে বংশীহারি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুনে অভিযুক্তকে শুক্রবারই গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। খুনের সঙ্গে রবিউলের জড়িত থাকার সম্ভাব্য কারণ ও অন্য কারও জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের একটি সূত্রে খবর, এই মামলায় আগেও একাধিক গ্রেফতারি হয়েছে। এ বার মূল অভিযুক্তকে পাকড়াও করা হল। খুনের কারণ জানার চেষ্টা চলছে।

Advertisement
আরও পড়ুন