Mutton Party

উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের ‘মাটন পার্টি’তে ধুন্ধুমার! মাংসের বদলে পাতে শুধু ঝোল, চলল লাথি, ঘুষি

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভদোহীর বিজেপি সাংসদ বিনোদ বিন্দ মির্জাপুরে দলীয় কার্যালয়ে ‘মাটন পার্টি’র আয়োজন করেছিলেন। আশপাশের গ্রাম থেকে ২৫০ জন ওই পার্টিতে এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
শুধু ঝোল কেন, পার্টিতে মাংস না পেয়ে ধুন্ধুমার উত্তরপ্রদেশে। প্রতিনিধিত্বমূলক ছবি।

শুধু ঝোল কেন, পার্টিতে মাংস না পেয়ে ধুন্ধুমার উত্তরপ্রদেশে। প্রতিনিধিত্বমূলক ছবি।

চেয়েছিলেন মাংস। কিন্তু পাতে পড়ল শুধু ঝোল। ব্যস, তার পরই ধুন্ধুমার কাণ্ড। বিজেপি সাংসদের ‘মাটন পার্টি’ একেবারে রণক্ষেত্রে পরিণত হল। খাওয়াদাওয়ার মাঝপথে মাংস আর ঝোল নিয়ে মারামারি শুরু হওয়ায় পার্টি ছেড়ে পালিয়ে বাঁচলেন অতিথিরা। ঘটনাটি উত্তরপ্রদেশের ভদোহী জেলার।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভদোহীর বিজেপি সাংসদ বিনোদ বিন্দ মির্জাপুরে দলীয় কার্যালয়ে ‘মাটন পার্টি’র আয়োজন করেছিলেন। আশপাশের গ্রাম থেকে ২৫০ জন ওই পার্টিতে এসেছিলেন। দলীয় কার্যালয়ের সামনে চাতালে বসে খাওয়ানো হচ্ছিল সকলকে। সব ঠিকঠাকই চলছিল। মাংস আর রুটি পরিবেশন করা হয়েছিল গ্রামবাসীদের। সবাই যখন খেতে ব্যস্ত, সেই সময়ে সাংসদের গাড়িচালকের ভাই কার্যালয়ে আসেন।

স্থানীয় সূত্রে খবর, সাংসদের গাড়িচালক ভাইও খাবার পরিবেশন করা শুরু করেন। সেই সময় এক যুবকের পাতে মাংসের বদলে শুধু ঝোল দিয়েছিলেন বলে দাবি। কেন মাংস না দিয়ে শুধু ঝোল দেওয়া হল, তা নিয়েই শুরু হয় গন্ডগোল। তর্কাতর্কি থেকে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছয়। এই পরিস্থিতিতে দু’পক্ষের বেশ কয়েক জন ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। খাবারের পাত্র উল্টে দেওয়া হয়। মাংস, ঝোল সব ফেল দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষের মধ্যে দেদার লাথি, ঘুষি চলতে থাকে। এই পরিস্থিতি দেখে খাবার ফেলেই পালাতে শুরু করেন গ্রামবাসীরা। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।

সাংসদের কার্যালয়ের দায়িত্বে থাকা ঊমাশঙ্কর বিন্দের দাবি, একটি গ্রাম থেকে বেশ কয়েক জন মদ্যপান করে কার্যালয়ে আসেন। তাঁরাই গন্ডগোল করার চেষ্টা করেন। যদিও তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনই।

আরও পড়ুন
Advertisement