Murder Case

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কোপালেন স্বামী, দিব্যি হেঁটে চলেও গেলেন! ধরা পড়ল সিসিটিভিতে

স্ত্রীকে মারার পর রাস্তা দিয়েই হেঁটে চলে যান অভিযুক্ত। কেউ তাঁকে বাধা দেননি। সিসিটিভিতে দেখা গিয়েছে, রাস্তায় লুটিয়ে পড়ছেন আক্রান্ত মহিলা। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১২:৫৭
প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সেই দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরাতেও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি তামিলনাড়ুর ভেলোরের। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় স্ত্রীকে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসেন যুবক। তার পর ছুরির কোপ মারতে শুরু করেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মহিলা। কিন্তু লাভ হয়নি। পর পর সাত বার স্ত্রীর শরীরের একাধিক অংশে কোপ মারতে দেখা যায় যুবককে। রাস্তায় সে সময় লোকজন ছিলেন। সকলের চোখের সামনেই স্ত্রীকে মারেন অভিযুক্ত। কেউ দাঁড়িয়ে দেখছিলেন, কেউ পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন।

স্ত্রীকে মারার পর রাস্তা দিয়েই আবার হেঁটে বেরিয়ে যান অভিযুক্ত। কেউ তাঁকে বাধা দেননি। সিসিটিভিতে দেখা গিয়েছে, রাস্তায় লুটিয়ে পড়ছেন আক্রান্ত মহিলা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুনিতা। তিনি একটি বেসরকারি জুতোর সংস্থায় চাকরি করতেন। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে আক্রমণ করেন স্বামী জয়শঙ্কর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তিনি এ ভাবে স্ত্রীকে খুন করলেন, তাঁদের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল, তা ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন