One Nation One Election

‘৫৪ বছর বয়সেও যুবক বলেন নিজেকে’! সংবিধান বিতর্কে রাজ্যসভায় শাহ নিশানা করলেন রাহুলকে

গত শনিবার ভারতীয় সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়ে বিতর্কে লোকসভায় রাহুল অভিযোগ তুলেছিলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩১
(বাঁ দিকে) অমিত শাহ ও রাহুল গান্ধী (ডান দিকে)

(বাঁ দিকে) অমিত শাহ ও রাহুল গান্ধী (ডান দিকে) —ফাইল চিত্র।

সংবিধান নিয়ে বিতর্কে এ বার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্যসভায় রাহুলের নাম না করে তাঁর মন্তব্য, ‘‘ওঁর বয়স ৫৪ বছর হল। তবুও নিজেকে যুবক বলেন!’’

Advertisement

গত শনিবার ভারতীয় সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়ে বিতর্কে লোকসভায় রাহুল অভিযোগ তুলেছিলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে। আদানি গোষ্ঠীকে সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে। দলিত, জনজাতি এবং অনগ্রসরদের প্রতি নরেন্দ্র মোদী সরকারের বঞ্চনামূলক আচরণের উদাহরণ দিতে গিয়ে মহাভারতের একলব্যের প্রসঙ্গ তুলেছিলেন। রাহুলের দাবি ছিল, একলব্য নিচু জাতের বলে দ্রোণাচার্য তাঁকে অস্ত্রশিক্ষা দিতে রাজি হননি। তার পরেও নিজের চেষ্টায় দক্ষ ধনুর্ধর হয়ে ওঠা একলব্যকে বঞ্চিত করতে ‘গুরুদক্ষিণা’ বাবদ কৌশলে তাঁর বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন।

বক্তৃতার সময় রাহুল একলব্যকে ‘ছয়-সাত বছরের যুবক’ বলেছিলেন। সেই প্রসঙ্গ তুলেই মঙ্গলবার শাহ বয়স তুলে খোঁচা দেন রাহুলকে। রাহুল সংবিধানের জাল কপি হাতে নিয়ে বক্তৃতা করেন বলেও অভিযোগ করেছেন শাহ। প্রসঙ্গত, গত মাসেই বিজেপি প্রশ্ন তুলেছিল, হাতে থাকা সংবিধানের প্রচ্ছদের রং কেন লাল? ‘পদ্ম’ শিবিরের মতে, ‘শহুরে নকশাল’দের সমর্থন জানাতেই লাল সংবিধান হাতে নিয়েছেন রাহুল। এর পর অভিযোগ তোলা হয়েছিল, রাহুলের সেই ‘লাল সংবিধানের’ ভিতরের সব পাতা সাদা। এ বার সংসদের অন্দরেও সেই প্রশ্ন খুঁচিয়ে তুললেন শাহ।

Advertisement
আরও পড়ুন